Menu

Friday, 13 April 2012

>>> সংগ্রহে রাখুন প্রয়োজন পড়বে এস.এস.সি, দাখিল, এইচ.এস.সি ও আলিম পরীক্ষার ফলাফল নিজের ই-মেইল ঠিকানায়

সবাইকে শুভেচ্ছা সাথে একটি প্রয়োজনীয় টিপস্: এই পোষ্ট আমি আগেই দিয়েছি, এস.এস.সি পরীক্ষা শেষ তাই আবার দিলাম। পরীক্ষা শেষ কদিন পর পরীক্ষার ফল বেরোবে আপনি এমনিতে আছেন দুশ্চিন্তায় তার উপর ইন্টারনেট স্লো এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইট জ্যাম, তখন কেমন লাগে বলুন? কিন্তু যদি এমন হয় আপনার পরীক্ষার ফল
আসবে আপনার ই-মেইলে তাহলে কেমন হয়- যদি আপনার পরীক্ষার ফল আপনার ই-মেইলে চান তবে নিচের অংশটুকু পড়ুন এবং অনুসরণ করুন--

বেশ কয়েক বছর ধরে শিক্ষা বোর্ড এস.এস.সি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে এবং মুঠোফোনের খুদেবার্তার (এস.এম.এস) মাধ্যমে প্রকাশ করে আসছে। এখন এসবের সঙ্গে যুক্ত হয়েছে ই-মেইলে ফলাফল পাঠানোর সুবিধা। ফলে এস.এস.সি, দাখিল, এইচ.এস.সি ও আলিম পরীক্ষার ফলাফল চলে আসবে পরীক্ষার্থীর নিজের ই-মেইল ঠিকানায়। এজন্য www.educationboard.gov.bd ঠিকানার ওয়েবসাইটে গিয়ে হাইলাইটস্ অংশে Please Register your email address-এ ক্লিক করুন। এরপর পরীক্ষার্থীর শিক্ষা বোর্ড, পরীক্ষা, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এবং ই-মেইল ঠিকানা দিযে নিবন্ধন করতে হবে। পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে নিবন্ধিত ই-মেইল ঠিকানায় ফলাফল আসবে। এছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের আর্কাইভে ১৯৯৬ সাল থেকে বর্তমান সব এস.এস.সি (দাখিল) এবং এইচ.এস.সি (আলিম) পরীক্ষার ফলাফলও পাওয়া যাবে।

No comments:

Post a Comment