আমরা
সাধারণত উইন্ডোজের start/run-এ গিয়ে %temp%, temp, prefetch, recent
ইত্যাদি অপ্রয়োজনীয় ফাইল মুছে থাকি। তবে উইন্ডোজ ব্যবহারকারীরা ইচ্ছা
করলে এক ক্লিকে স্বয়ংক্রিয়ভাবে এই অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছতে পারেন। এ
জন্য ডেস্কটপে new একটা নোটপ্যাড খুলুন। নিচের কোডটি
নোটপ্যাডে হুবহু লিখুন অথবা কপি পেস্ট করুন:
নোটপ্যাডে হুবহু লিখুন অথবা কপি পেস্ট করুন:
cd\
COLOR 4A
ECHO DELETE ALL TEMP FILES
C:
CD %TEMP%
RMDIR /S /Q %TEMP%
CD C:\WINDOWS\TEMP
RMDIR /S /Q C:\WINDOWS\TEMP
CD C:\WINDOWS\Prefetch
RMDIR /S /Q C:\WINDOWS\Prefetch
CD %TEMP%
CD..
CD..
CD Recent
Del /s /q *.*
এখন File/ save as-এ গিয়ে cleanpc.bat নামের নোটপ্যাডটি সেভ করুন।
খেয়াল করুন, cleanpc নামের আলাদা একটি ফাইল ডেস্কটপে তৈরি হয়েছে। ওই
ফাইলে দুটি ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় ফাইল মুছে যাবে।
সর্তকতাঃ এই সিস্টেম Browser এর passwad এবং cooky মুছে যেতে পারে।
No comments:
Post a Comment