Menu

Monday, 9 April 2012

আসা করি সবাই ভাল আছেন। আজকে চমৎকার একটি ট্রিকস নিয়ে এসেছি যারা জানেন তাদের জন্য আমার এই পোস্ট নয় ।উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ইচ্ছা করলে এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ দিতে পারবেন ।

১। এ জন্য Start/All Programme/Accessories/Notpad-এ গিয়ে নোটপ্যাড খুলতে হবে।

২ এরপর নিচের সংকেত হবহু লিখতে হবে ।

Echo Off Cd/ Tree C: Tree D: tree E: tree F: tree G: tree H: tree I: tree J: tree K: tree L: tree

৩। এখানে C,D,E,F,G,H,I,J,K,L,M,N কমান্ডগুলো আপনার কম্পিউটারের ড্রাইভ লেটার হিসাবে ধরা হয়েছে।

৪। এ ছাড়া যদি আপনার কম্পিউটারে আরও কোন ড্রাইভ থাকে, তাহলে আপনি সেটি নোটপ্যাডে যোগ করতে পারেন। যেমন-S ড্রাইভ থাকলে নোটপ্যাডের শেষে লিখতে হবে : S: Tree: এ ছাড়া যদি আপনি ইচ্ছা করলে যেকোন ড্রাইভ রিফ্রেশ এর তালিকা থেকে বাদ দিতে পারেন। এ জন্য ঐ ড্রাইভের লেটার মুছে তার পরের লাইনের tree লেখাটি মুছতে হবে ।

৫। সংকেত লেখার পর File/Save as-এ গিয়ে ফাইলটি Refresh Drive.bat নামে ডেস্কটপ স্ক্রীন এ সেভ করুন।

৬। খেয়াল করুন, Refresh Drive নামের নতুন একটি ফাইল তৈরি হয়েছে। তৈরি হওয়া Refresh Drive ফাইলটিতে ডাবল ক্লিক করলেই একসাথে রিফ্রেশ হবে।

No comments:

Post a Comment