বর্তমানে আরএসএস ফেড বা এটম ফেড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পছন্দের ওয়েব
সাইটগুলো না ঘুটে কাঙ্খিত সাইটে যোগ হওয়া সর্বশেষ তথ্য ফেডের সাহায্যে সহজে
পাওয়া যায়। ব্লগগুলোতে ফেড ঠিকানা যুক্ত করার ব্যবস্থা আছে কিন্তু আপনি
যদি আপনার ওয়েব সাইটে ফেড যুক্ত করতে চান তাহলে কি করবেন? গুগলে একাউন্ট
থাকলে সহজেই ওয়েব সাইটের জন্য ফেড যুক্ত করার সংকেত পাওয়া যাবে। এজন্য
www.google.com/reader ঠিকানাতে গিয়ে সাইনইন করুন। এখানে Add
subacription-G ক্লিক করে আপনি যে সাইটের ফেড যুক্ত করতে চান সেই ফেড
ঠিকানা লিখুন (যেমন http://mehdiakram.wordpress.com/feed) এবং Add বাটনে
ক্লিক করুন তাহলে তা বাম পাশের প্যানেলে যুক্ত হবে। এভাবে আপনি যত খুশি ফেড
ঠিকানা যুক্ত করতে পারেন। এবার নিচের দিকে Manage subacription ক্লিক করলে
Settings এর subacription পেজ আসবে। এখন ডান দিকের যে কোন একটি
subacription এর Add to a folder/new folder ক্লিক করে নতুন একটি ফোল্ডারের
নাম (যেমন, all) দিয়ে Ok করুন। এরপরে আরেকটি subacription এর Add to a
folder -G ক্লিক করলে দেখবেন all আছে যা ক্লিক করলে subacription টি একই
ফোল্ডারে যুক্ত হয়ে যাবে। এভাবে সকল subacription গুলোকে একটি ফোল্ডার
যুক্ত করতে হবে। এবার Settings এর Tags এ ক্লিক করলে দেখবেন সেখানে Your
starred items এবং Your shared items এর পাশাপাশি all ও আছে (না দেখা গেলে
রিফ্রেশ করুন)। এখন all †dvìv‡ii Private লেখার বাম দিকে চিহ্নের উপরে
ক্লিক করলে তা Public হবে এবং ডান দিকে add a clip to your site লেখা আসবে
যেখানে ক্লিক করলে put a clip on your site পপআপ পেজ আসবে। এই পেজের ডান
দিকে all ফোল্ডারে যুক্ত করা সকল ফেডের লাইভ প্রিভিউ দেখা যাবে। এখন এই
ক্লিপের টাইটেল, রঙ এবং আইটেম (সংখ্যা) ইত্যাদি পরিবর্তন করা যাবে। এগুলো
পরিবর্তন শেষে নিচের টেক্সট বক্সের জাভা স্ক্রিপ্ট প্রোগামিং সংকেতটুক
নির্বাচন করে কপি করুন এবং আপনার ওয়েব পেজের এইচটিএমএল ট্যাগে যুক্ত করে
সেভ করুন। এবার আপনার ওয়েব পেজটি খুললে দেখবেন যুক্ত করা সাইটগুলোর সর্বশেষ
পোষ্টগুলোর বিষয় দেখা যাচ্ছে, যা ক্লিক করলে উক্ত ওয়েব সাইটে ঢুকবে এবং
বিস্তারিত দেখা যাবে। এরপর থেকে যখনই আপনার যুক্ত করা ঐ সকল ফেড সাইটে কোন
পোষ্ট যুক্ত হবে তখন তা সয়ংক্রিয়ভাবে আপনার ওয়েব পেজে চলে আসবে।
|
|
|
No comments:
Post a Comment