Menu

Saturday, 19 May 2012

>>> বদলে ফেলুন আপনার নকিয়া মোবাইল এর ইউজার ইন্টারফেস। নিয়ে নিন $১৪.৯৯ এর সফটওয়্যার ফ্রীতে।

বদলে ফেলুন আপনার নকিয়া মোবাইল এর ইউজার ইন্টারফেস। নিয়ে নিন $১৪.৯৯ এর সফটওয়্যার ফ্রীতে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম……
আমাদের সবার কাছে মোবাইল বলতে যে নাম সবার আগে মনে আসে তা হল নকিয়া…… নকিয়ার মোবাইল সব দিক বিবেচনায় সেরা……কিন্তু যখনই looks এর বেপারটা আসে……তখন মনে হয় ইশ আমার যদি একটা android / iOS চালিত একটা মোবাইল থাকতো!

তাই আপনাদের জন্য নিতে এলাম spbshell সফটওয়্যার……যার market price $14.99 একদম ফ্রী সিরিয়াল কী সহ… যা সম্পূর্ণ রুপে পাল্টে দেবে আপনার নকিয়া কে…… তবে তার জন্য আপনার মোবাইল টির অপারেটিং সিস্টেম হতে হবে Symbian S60v5/ Symbian^3/ Symbian Anna/ Symbian Belle…..like Nokia X6, 5800, 5233, 5230, 5235, 5250, 5530,C7,C6-01, C6,C5-03, C5-05, C5-06, N97, N97 mini, N8, E7,Sony Ericsson Vivaz, Vivaz Pro, Samsung i8910 Omnia HD etc….
এতে আছেঃ

3D carousel with special effects
Make your own Home screen using widgets
Adaptive skins
Change background
Customize your menu
Change widget skins
Choose Professional or Lifestyle Home screen….. blah….. blah
আর তাই এর ফিচার গুলো জানতে সরাসরি চলে যান: এখানে আর screen-shots দেখতে হলে ক্লিক করুন এখানে
এইবার দেখি কীভাবে এটা install করবেন…… প্রথমে এই লিঙ্ক থাকে ডাউনলোড করে নিন ফাইল টি : Download Here (Password চাইবে…তখন দিয়ে দিন: imroz69)
অথবা ডাউনলোড করে নিন Spb official website thake: Spb-shell download
এবার Nokia PC Suite দিয়ে পিসি থেকে মোবাইল অথবা মোবাইলে ডাউনলোড করে install করে নিন সফটওয়্যার টি…… ব্যাস এবার ইচ্ছে মত সাজিয়ে নিন আপনার মোবাইল কে…… সফটওয়্যার টি 15 day trial version… কিন্তু চিন্তা করবেন না… registration code চাইলে দিয়ে দিন নিন্মলিখিত যেকোন একটি code অথবা Launcher button এ ক্লিক করে Register icon এ ক্লিক করে নিম্নলিখিত যেকোনো code দিয়ে দিন।
বি.দ্র. কোডটি ড্যাশ (-) চিহ্ন সহ দিবেন
8C5W-SMUI-277V
8C59-8UN9-QGAY
8C5P-5CWK-DH8I
8C5F-PDMU-DTZL
8C5O-LSU4-B9EY
এই তো হয়ে গেল চিরদিনের জন্য Registered…
আজ এততুকুই…… কোনো সমস্যা হলে কমেন্ট করে জানান…… আর ভাল থাকুন এই শুভকামনায় বিদায় জানাচ্ছি

No comments:

Post a Comment