Menu

Monday, 14 May 2012

>>> HTML কি


HTML কি

HTML হল ওয়েব পেজ ডিজাইন এর প্রথম এবং ব্যসিক language.এর পুরা নাম Hyper Text Markup Language. ১ টা ওয়েব পেজ যখন ডিজাইন করা হয় তখন এর  মধ্যে বিভিন্ন রকম পারাগ্রাফ ছবি ভিডিও এরকম অনেক রকম জিনিস থাকে । এগুলো সাধারনত HTML  এর কোড দিয়েই করা হয় । আর HTML  কে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য CSS ব্যবহার করা হয় । HTML  দিয়ে  ওয়েবসাইট এর heading, paragraph,table,image,animation, flash, movie,  menu এগুলোই আসলে ঠিক করা হয় ।
অর্থাৎ ১ টা ওয়েবপেজ এর ভিতরে কি কি জিনিস থাকবে তাই HTML   দিয়ে ঠিক করা হয় । HTML  ট্যাগ এর ভিতরে যা যা আছে টা নিচে দেওয়া হল ।
<h1>,<h2>,<h3>,<h4>,<h5>== heading এর জন্য ব্যবহার করা হয়।
<p>==প্যারাগ্রাফ লেখার জন্য
<a>== কোন লিঙ্ক দেওয়ার জন্য
<b>==লেখাকে বোল্ড করার জন্য
<br />==২ টি লাইন এর মধ্যে গ্যাপ দেওয়ার জন্য ।
<form>==রেজিস্ট্রেশান ফর্ম তৈরিতে লাগে ।
<frame />==১ টা ওয়েবপেজ এর ভিতর ছোট আর ১ টা পেজ তৈরিতে লাগে ।
<hr />==horizontal line তৈরিতে ব্যবহৃত হয় ।
<i>==কোন লেখাকে বাঁকা  বা ইতালিক করার জন্য ।
<img />== কোন ছবি সেট করার জন্য ।
<input />==কোন টেক্সটবক্স সেট করতে ।
<li>==লিস্ট আইটেম নেওয়ার জন্য ।
<marquee>== কোন এনিমেশন তৈরি করার জন্য ।
<map>==কোন ইমেজ ম্যাপিং করার জন্য ।
<meta />==SEO  করার জন্য কাজে লাগে ।
<ol>== অর্ডার লিস্ট বানাতে লাগে ।
<ul>== আনঅর্ডার লিস্ট বানাতে লাগে ।
<pre>==ইচ্ছামত টেক্সট সাজাতে ব্যবহৃত হয় ।
<small>==কোন ছোট লেখা লেখার জন্য ।
<sub>==subscript লেখার জন্য
<sup>==superscript লেখার জন্য ।
<table>==টেবিল এ কোন ডাটা দেখানর জন্য ।
<textarea>==বেশি ডাটা টেক্সটবক্স এ ইনপুট নেওয়ার জন্য ।
এতক্ষন আমরা HTML    এর প্রধান প্রধান কোড গুলো দেখলাম । এর পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ । ধন্যবাদ ।

No comments:

Post a Comment