আমরা সাধারণত বিনামূল্যে মেইল সেবা পেতে ইহাহু, জিমেইল বা হটমেইল ইত্যাদি
ব্যবহার করে থাকি। এসব ইমেইল ঠিকানার শেষে উক্ত ডোমেইন যুক্ত থাকে। যেমন
আপনার ই-মেইল ঠিকানা rakib@gmail.com বা rakib@yahoo.com হতে
পারে। কিন্তু আপনি চাচ্ছেন জিমেইল বা ইহাহু নয় আপনার নিজস্ব ডোমেইনেই আপনার
ই-মেইল ঠিকানা ˆতরী করতে। বিনা খরচেই আপনি তা করতে পারেন। এ জন্য আপনার
একটি জিমেইল (একাউন্ট) ই-মেইল এবং
www.dot.tk তে ডোমেইন রেজিষ্ট্রেশন থাকতে
হবে। ধরে নিচ্ছি আপনার উভয় যায়গাতে একাউন্ট আছে। কারণ জিমেইল একাউন্ট এখন
খুব সহজেই পাওয়া যায়। আপনি যদি www.dot.tk তে rakib নামে
রেজিষ্ট্রেশন করে থাকেন তাহলে আপনার (শর্টকাট) ওয়েব সাইটের ঠিকানা
www.mehdi-akram.tk এবং এক্ষেত্রে আপনার ইমেইল ঠিকানা হতে পারে
info@rakib.tk বা
yourname@rakib.tk।
এভাবে আপনি প্রতিটি ডোমেইন রেজিষ্ট্রেশনের জন্য সর্বাধিক ৫টি ই-মেইল ঠিকানা
খুলতে পারেন। এবার প্রথমে www.dot.tk তে লগইন করুন এবং নিচের বামদিকে My
Email Dot Tk email Forwarding-এ ক্লিক করলে আপনার ডোমেইন দেখাবে। এবার
এখান থেকে Continue বাটনে ক্লিক করুন। এখন Your (new) virtual address তে
আপনি ৫টি কাল্পনিক ই-মেইল ঠিকানা দিন। আপনার ডোমেইনসহ পছন্দের ই-মেইল
ঠিকানা টাইপ করুন এবং উক্ত মেইলগুলো কোন কোন ঠিকানায় ফরওয়ার্ড হবে তা … to
be forwarded to email address এর নিচে -> দেখে টাইপ করুন। বামের
প্রত্যেকটি কাল্পনিক ই-মেইলের ক্ষেত্রে ডানে আলাদা বা একই (ওই জিমেইল) মেইল
ঠিকানা টাইপ করতে পারেন। ফলে কাল্পনিক যেকোন ই-মেইলে আপনাকে মেইল করলে
আপনার জিমেইলে তা ফরওয়ার্ড হবে। এখন Continue বাটনে কিক করে একটিভ করুন এবং
লগ আউট করুন।এরপর আপনার (যে জিমেইল ঠিকানা ডটটিকেতে দিয়েছেন) জিমেইল
একাউন্ট খুলুন। এখানে সেটিংসে ক্লিক করে Accounts -এ ক্লিক করুন। এখান থেকে
always replay from my current address অপশন বাটন চেক করে Add another
email address লিংকে ক্লিক করুন তাহলে Add another email address ডায়ালগ
বক্স আসবে। এখান থেকে Enter information for another email address -এর
Name-এ আপনার পছন্দের নাম (যা মেইল প্রাপক দেখবে) এবং email address -এ ডট
টিকের কাল্পনিক ই-মেইল ঠিকানা টাইপ করুন এবং Next Step>> বাটনে ক্লিক
করুন। এরপর Send Verification বাটনে ক্লিক করুন। এবার দেখবেন জিমেইলের
ইনবক্স জিমেইল থেকে নতzন একটি মেইল এসেছে সেটি খুলে সেখান থেকে ভেরিফিকেশন
কোডটি Add another email address ডায়ালগ বক্সে টাইপ করে একটিভ করুন। এবার
সেটিংস থেকে নতুন যুক্ত করা মেইল ঠিকানার ডানে make default -এ ক্লিক করে
মেইল ঠিকানা ডিফল্ট করুন। এরপর থেকে জিমেইল থেকে মেইল কম্পোজ করার সময়
দেখবেন উপরে From নামে নতুন একটি ড্রপডাউট মেনু আসছে এবং সেখানে ডটটিকের
নতুন কাল্পনিক মেইল ঠিকানা দেখা যাচ্ছে। এবার যেখানেই মেইল করুন না কেন
সেখানে সেন্ডার হিসাবে নতুন এই (কাল্পনিক) মেইলের ঠিকানা দেখাবে এবং উক্ত
(কাল্পনিক) মেইলে কোন মেইল আসলে ডটটিকে তা আপনার জিমেইলে সয়ংক্রিয়ভাবে
ফরওয়ার্ড হয়ে আসবে। এভাবে আপনি নতুন কাল্পনিক মেইল ঠিকানা ব্যবহার করে মেইল
গ্রহণ ও প্রেরণ করতে পারেন।
No comments:
Post a Comment