Menu

Monday, 14 May 2012

>>> Web Design কেন শিখবেন


Web Design কেন শিখবেন


বর্তমান যুগে অনেকেই ওয়েব ডিজাইন শিখে লক্ষ লক্ষ টাকা আয় করছে। এর কারন হচ্ছে বর্তমান এই পৃথিবীতে সমস্ত কিছুর যোগাযোগ , লেনদেন , কেনা বেচা সবকিছুই হচ্ছে ইন্টারনেট এর মাধ্যমে । আর একজন আরেকজনের পণ্য কিনছে একজন আরেকজনের এর সাথে কথা বলছে , একজন তার কোম্পানির পরিচিতির জন্য ওয়েবসাইট দরকার। আর এই সবকিসুই যখন ওয়েবসাইট এর মাধ্যমে হচ্ছে তাই সবাই চায় যে তার ১ টা ওয়েবসাইট থাকুক । আর যখন ই সে ওয়েবসাইট
বানাতে চায় তখন ই ১ জন ওয়েব ডিজাইনার এর দরকার হয় যে তার ওয়েব সাইট তি তৈরি করে দিবে ।আর এ কারনেই মুলত ওয়েব ডিজাইনার এর এত দাম।
Web Design শিখে কত টাকা আয় করবেনঃ
Web Design শিখে সাধারনত ১ জন ওয়েব ডিজাইনার  মাসে ৫০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত অনায়াসে  আয় করতে পারে । এর কারন হল এখন ইন্টারনেট এ ওয়েব ডিজাইন এর উপর লক্ষ লক্ষ কাজ প্রতিদিন আসতেছে। তাই ভয়ের কিছু নাই আপনি আজই ওয়েব ডিজাইন শিখতে সুরু করে দিন । আপনি যদি ভাল করে ওয়েব ডিজাইন শিখে নিতে পারেন তাহলে ঘরে বসেই আপনি মাসে ১ লক্ষ টাকা অনায়াসে আয় করতে পারবেন । আর দেরি নয় আজ ই সুরু করে দিন ওয়েব ডিজাইন শিখা ।
Web Design শিখতে হলে কি কি লাগবেঃ
ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে মুলত ৩ টি language শিখতে হবে। এগুলো  হল HTML , CSS ,JavaScript. এই তিন টিই যদি আপনি ভাল করে শিখতে পারেন তাহলে ১ জন ভাল ওয়েব ডিজাইনার হতে পারবেন। যেকুন ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন । আমার এই সাইট থেকে আপনি এই ৩ টা language ভাল করে সিখতে পারবেন । আমি সবগুলোই বিস্তারিত খুলে খুলে আলোচনা করব ইনশাল্লাহ।
Web Designএর কাজ কোথায় পাবেনঃ
Web Design  এর কাজ আপনি ২ ভাবে পেতে পারেন। ১ টা হল দেশি কাজ আর ১ টা হল বিদেশি কাজ। দেশি কাজ গুলো যদি আপনার  পরিচিত কেও থাকে বা কেউ তার কোম্পানির ওয়েবসাইট ডিজাইন করার জন্য আপনাকে কাজ টি দিয়ে দিল এভাবে পেতে পারেন ।আর বাইরের কাজ গুলো পাওয়ার জন্য online এ অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে প্রতিদিন হাজার হাজার কাজ জমা হচ্ছে । সেখানে আপনি BID করে কাজ নিতে পারেন । বাইরের ১ একটা ওয়েবসাইট এর কাজের মূল্য ২০০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।আপনি যত বেশি কাজ করতে পারবেন তত বেশি আয় করতে পারবেন । কিন্তু এর জন্য আপনাকে ভাল মানের ওয়েব সাইট ডিজাইনার হতে হবে । আমি আশা করি আপনি আমার এই সাইট থেকে ওয়েব ডিজাইন শিখে  online  এর কাজ গুলো অনায়াসে করতে পারবেন। তাহলে  আর দেরি নয় আজই শুরু করে দিন ওয়েব ডিজাইন শিখা । ধন্যবাদ

No comments:

Post a Comment