Menu

Monday, 18 June 2012

>>> ফরেক্স রিবেটঃ ট্রেডার দের জন্য নতুন একটি আয়ের উৎস।

ফরেক্স সম্পর্কে নতুন কিছু বলার নেই,কারন ইন্টারনেটের প্রসার এবং বিভিন্ন ফোরাম,সভা সেমিনারের কল্যানে আজকে কম বেশি সবাই জানেন।
কিন্তু ফরেক্স রিবেট সম্পর্কে সবার তেমন ধারনা নেই।

তাই আজ আমি আপনাদের সাথে ফরেক্স রিবেট সম্পর্কে আলোচনা করব।
ফরেক্স রিবেট কি?
সহজ ভাবে বলতে গেলে বলা যায় যে,ব্রোকার তার লাভের একটি অংশ গ্রাহক এর সাথে শেয়ার করে,এটাকে ফরেক্স রিবেট বলে।কিন্তু ব্রোকার তার লাভ সরাসরি গ্রাহকের সাথে শেয়ার করেনা।ব্রোকার তার মার্কেটিং পার্টনারের সাথে প্রফিট শেয়ারিং করে এবং পার্টনার গ্রাহকের সাথে তা শেয়ার করে।
আপনি আপনার ট্রেডে লাভ করেন বা লছ করেন কোন সমস্যা নেই আপনার ট্রেডের সাথে রিবেট বাড়তে থাকবে এবং এটা কখন ও কমবেনা।
রিবেট এর মাধমে কত আয় হতে পারে?
এটা নির্ভর করে ব্রোকার এবং আপনার ট্রেডের উপর,যেমন- ব্রোকার এর রিবেট হার যদি ১ পিপ এবং আপনি মাসে ১০ লট ট্রেড করেন, তাহলে আপনি প্রায় ১০০ (৮০০০ টাকা)ডলার রিবেট পাবেন।বিস্তারিত
আমি তো ভাল ট্রেডার, আমার কি রিবেট এর প্রয়োজন আছে?
অবশ্যই আপনি তো ট্রেড করছেন টাকার জন্যই, ভালো ট্রেডার হলে এর মাধ্যমে আপনার নতুন একটি নিশ্চিত আয়ের উৎস হবে।
আর আপনি নতুন ট্রেডার হলে এর মাধ্যমে আপনার লাভের পরিমান আরও বাড়াতে পারেন।
ফরেক্স রিবেট আমি কতদিন পাব?
যতদিন আপনি ফরেক্সে ট্রেড করবেন,ঠিক তত দিন ই রিবেট পাবেন। :D
Fxcashzone এ আমি কি কি পাব?
  • প্রতি মাসে টাকা পাওয়ার নিশ্চয়তা,
  • নির্দিস্ট তারিখে রিবেট পরিশোধ,
  • ২৪/৭ ফোন,ইমেইল সাপোর্ট,
  • আপনার ইচ্ছামত মাধ্যমে টাকা পাওয়ার ব্যবস্থা,যেমন-লিবার্টি রিজার্ভ,মানি বুকার্স,পে পল,ব্যাঙ্ক,cash on hand,
  • ব্রোকার নির্বাচন করা সম্পূর্ন আপনার ব্যক্তিগত বিষয়।অথবা আপনি যে ব্রোকারে টেড করেন সেই ব্রোকারে ই রিবেট পাওয়ার ব্যাবস্থা।
তো আর দেরি কেন? এখন ই জয়েন করে আয় করা শুরু করুন। Fxcashzone.com
বিঃদ্রঃ- ফরেক্স রিবেট পেতে হলে fxcashzone.com থেকে রেজিঃ করে ইমেইলে আপনার তথ্য পাঠাতে হবে।বিস্তারিত

No comments:

Post a Comment