বাংলাদেশের মোবাইল টেলিযোগাযোগ ইতিহাসে এই প্রথমবারের ইন্টারনেটের
মাধ্যমেই রিচার্জ সেবা চালু করেছে সরকারী মালিকানাধীন মোবাইল অপারেটর
টেলিটক। এখন বিশ্বের যেকোন প্রান্ত থেকে ভিসা, মাস্টারকার্ড কিংবা ডিবিবিএল
নেক্সাস কার্ডের মতো যেকোন ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে টেলিটক
মোবাইলে টাকা রিচার্জ করা সম্ভব হবে। ‘সূর্যমুখী’ নামের একটি তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত পে-পয়েন্ট এর মাধ্যমে টেলিটকে অনলাইন রিচার্জ হবে। ইন্টারনেটের মাধ্যমে ‘সূর্যমুখী’র লেনদেন সুবিধা প্রদানকারী পোর্টাল পে-পয়েন্টের ওয়েব ঠিকানা হচ্ছে www.paypoint.com.bd।
এই সেবা ব্যবহার করে একজন টেলিটক গ্রাহক
v ৫০-১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন।
v প্রতি ঘন্টায় ৫টি লেনদেন করতে পারবেন।
v দিন-রাত ২৪ ঘন্টা খোলা থাকবে এই সার্ভিস।
v WiMAX এর বিল পে করতে পারবেন।
এই সার্ভিস টেলিটক গ্রাহকদের টাকা রিচার্জকে বহুগুণে সহজ করে তুলবে বলে আশা করছে সেবা প্রদানকারীরা। এতে টেলিটকের আয়ও বাড়াবে। আশা করা যাচ্ছে, তথ্য-প্রযুক্তি নিয়ে উত্সাহী ব্যক্তিদের মনোযোগ আকর্ষণ করবে এই সেবা এবং গ্রাহকদের কাছে টেলিটককে আধুনিক প্রযুক্তির সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরবে।
পে-পয়েন্ট ইলেকট্রনিক মূল্য পরিশোধের জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করছে ডিবিবিএল এবং ব্র্যাক ব্যাংক। তাই লেনদেনও সম্পূর্ণ নিরাপদ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মোবাইলে টাকা রিচার্জ করা সম্ভব হবে। ‘সূর্যমুখী’ নামের একটি তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত পে-পয়েন্ট এর মাধ্যমে টেলিটকে অনলাইন রিচার্জ হবে। ইন্টারনেটের মাধ্যমে ‘সূর্যমুখী’র লেনদেন সুবিধা প্রদানকারী পোর্টাল পে-পয়েন্টের ওয়েব ঠিকানা হচ্ছে www.paypoint.com.bd।
এই সেবা ব্যবহার করে একজন টেলিটক গ্রাহক
v ৫০-১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন।
v প্রতি ঘন্টায় ৫টি লেনদেন করতে পারবেন।
v দিন-রাত ২৪ ঘন্টা খোলা থাকবে এই সার্ভিস।
v WiMAX এর বিল পে করতে পারবেন।
এই সার্ভিস টেলিটক গ্রাহকদের টাকা রিচার্জকে বহুগুণে সহজ করে তুলবে বলে আশা করছে সেবা প্রদানকারীরা। এতে টেলিটকের আয়ও বাড়াবে। আশা করা যাচ্ছে, তথ্য-প্রযুক্তি নিয়ে উত্সাহী ব্যক্তিদের মনোযোগ আকর্ষণ করবে এই সেবা এবং গ্রাহকদের কাছে টেলিটককে আধুনিক প্রযুক্তির সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরবে।
পে-পয়েন্ট ইলেকট্রনিক মূল্য পরিশোধের জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করছে ডিবিবিএল এবং ব্র্যাক ব্যাংক। তাই লেনদেনও সম্পূর্ণ নিরাপদ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
No comments:
Post a Comment