ব্লগস্পট ও ওয়ার্ডপ্রেস এ পোস্টের ভিতর এডস বসান জন্য আপনাকে আলাদা
আলাদা পদ্ধতি ব্যবহার করতে হবে। তবে চলুন বসিয়ে ফেলি পোস্টের ভিতর এডস্ ও
এডসেন্স থেকে আর্নিং বাড়াই দ্বিগুন।
পোস্টের শুরুতে এডস্ বসানঃ
১. এক্সপান্ড উইগেটে “Expand Widget Templates” ক্লিক করুন।
২. ctrl+f ক্লিক করে ফাইন্ড করুন “div class=’post-header-line-1”
৩. ছবির মত div class=’post-header-line-1 লাইনের পর আপনি আপনার কনভার্ট কৃত এডস্ টি বসিয়ে দিন।
২. ctrl+f ক্লিক করে ফাইন্ড করুন “<!– clear for photos floats –>”
৩. ছবির মত “<!– clear for photos floats –>” লাইনের পর আপনি আপনার কনভার্ট কৃত এডস্ টি বসিয়ে দিন।
উপরুক্ত প্লাগিংস গুলোর যেকোন একটা প্লাগিং ব্যবহার করে খুব সহজেই পোস্টের ভিতর এডস বসাতে পারবেন। আর প্লাগিংস গুলো কিভাবে ব্যবহার করতে হবে তা প্লাগিংস এর “Description” ক্লিক করে বা “Screenshots” দেখেও আপনি অনেক সহজেই এডস বসাতে পারবেন।
এইবার আর্নি বাড়ান দ্বিগুন
আমার একটা সুন্দর ব্লগ আছে , আপনাদের নিমন্ত্রণ রইলো। আমার ব্লগে কনটেন্ট WRITING এর জন্য এখানে যোগাযোগ করুন ।
ব্লগস্পটের পোস্টের ভিতর এডস বসানর নিয়মঃ
ব্লগস্পটে গুগলের এডস বসানর জন্য আপনাকে প্রথমেই আপনার এডসেন্স এর এডস কোড-টি কনভার্ট করে নিতে হবে। এডস কোড কনভার্টের জন্য আপনাকে এই সাইটে যেতে হবে (http://goo.gl/3z8f4) তারপর সেখানের “Paste Ad Code to Convert Here” বক্সে আপনার কাংঙ্খিত সাইজের এডস কোডটি বসিয়ে কনভার্ট লেখায় ক্লিক করুন। তারপর দেখুন এডস টি কনভার্ট হয়ে গেছে। সেই কনভার্ট কৃত এড কোডটি নিয়ে আপনার ব্লগস্পটের ড্যাসবোর্ড থেকে যে সাইটের পোস্টের ভিতর এডস বসাবেন সেই সাইটের এডিট এইচ.টি.এম.এল “Edit HTML” এ ক্লিক করুন। তারপর নিচের পদ্ধতি অনুসরন করুনঃ অন্য adsence এর জন্য ও এই পদ্ধতি প্রযোজ্য , তবে সেখানে কনভার্ট করার প্রয়োজন নেই ।
পোস্টের শুরুতে এডস্ বসানঃ
১. এক্সপান্ড উইগেটে “Expand Widget Templates” ক্লিক করুন।
২. ctrl+f ক্লিক করে ফাইন্ড করুন “div class=’post-header-line-1”
৩. ছবির মত div class=’post-header-line-1 লাইনের পর আপনি আপনার কনভার্ট কৃত এডস্ টি বসিয়ে দিন।
এডস্ টি যদি আপনি পোস্টের বাম পাশে দেখাতে চান তাহলে কোডটির শুরুতে <div style=’float:left;’> এবং শেষে </div> বসিয়ে দিন
এডস্ টি যদি আপনি পোস্টের ডান পাশে দেখাতে চান তাহলে কোডটির শুরুতে <div style=’float:right;’> এবং শেষে </div> বসিয়ে দিন
এডস্ টি যদি আপনি পোস্টের মাঝে দেখাতে চান তাহলে কোডটির শুরুতে <div style=”text-align: center;”> এবং শেষে </div> বসিয়ে দিন
যদি আপনি চান এডস্টি শুধু আপনার পোস্টের ভিতর দেখাবে কিন্তু হোম পেজে দেখাবে না সে ক্ষেত্রে উপরের কোড গুলোর শুরুতে <b:if cond=’data:blog.pageType == "item"’> এবং শেষে </b:if> এই অতিরিক্ত কোডটি বসিয়ে দিন।
পোস্টের শেষে এডস্ বসানঃ
১. এক্সপান্ড উইগেটে “Expand Widget Templates” ক্লিক করুন।২. ctrl+f ক্লিক করে ফাইন্ড করুন “<!– clear for photos floats –>”
৩. ছবির মত “<!– clear for photos floats –>” লাইনের পর আপনি আপনার কনভার্ট কৃত এডস্ টি বসিয়ে দিন।
এডস্ টি যদি আপনি পোস্টের বাম পাশে দেখাতে চান তাহলে কোডটির শুরুতে <div style=’float:left;’> এবং শেষে </div> বসিয়ে দিন
এডস্ টি যদি আপনি পোস্টের ডান পাশে দেখাতে চান তাহলে কোডটির শুরুতে <div style=’float:right;’> এবং শেষে </div> বসিয়ে দিন
এডস্ টি যদি আপনি পোস্টের মাঝে দেখাতে চান তাহলে কোডটির শুরুতে <div style=”text-align: center;”> এবং শেষে </div> বসিয়ে দিন
যদি আপনি চান এডস্টি শুধু আপনার পোস্টের ভিতর দেখাবে কিন্তু হোম পেজে দেখাবে না সে ক্ষেত্রে উপরের কোড গুলোর শুরুতে <b:if cond=’data:blog.pageType == "item"’> এবং শেষে </b:if> এই অতিরিক্ত কোডটি বসিয়ে দিন।
ওয়ার্ডপ্রেস ব্লগে পোস্টের ভিতর এডস বসানর নিয়মঃ
ওয়ার্ডপ্রেস ব্লগের পোস্টের ভিতর এডস বসানর জন্য আপনাকে প্লাগিংস ব্যবহার করতে হবে। বিভিন্ন প্লাগিংস আছে যাদের মাধ্যমে আপনি অনেক সহজেই পোস্টের ভিতর এডস বসতে পারবেন। সেই প্লাগিংসের নাম গুলো নিম্নে দেওয়া হল।উপরুক্ত প্লাগিংস গুলোর যেকোন একটা প্লাগিং ব্যবহার করে খুব সহজেই পোস্টের ভিতর এডস বসাতে পারবেন। আর প্লাগিংস গুলো কিভাবে ব্যবহার করতে হবে তা প্লাগিংস এর “Description” ক্লিক করে বা “Screenshots” দেখেও আপনি অনেক সহজেই এডস বসাতে পারবেন।
এইবার আর্নি বাড়ান দ্বিগুন
আমার একটা সুন্দর ব্লগ আছে , আপনাদের নিমন্ত্রণ রইলো। আমার ব্লগে কনটেন্ট WRITING এর জন্য এখানে যোগাযোগ করুন ।
No comments:
Post a Comment