Menu

Thursday, 11 October 2012

ওয়ার্ডপ্রেস সাইটের পাসওয়ার্ড বা ইমেইল ভুলে গিয়েছেন?

আমরা অনেকেই আছি যারা অনেক সাইটের মেইনটেইনেন্স করি না, ফলে পাসওয়ার্ড ভুলে যাই। অথবা সাইট হ্যাকড হওয়ার ফলে আপনি লগিন করতে পারছেন না। আমরা সহজেই ইমেইলের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে পারি। কিন্তু মনে করুন আপনি যে ইমেইল দিয়ে সাইট সেটাপ দিয়েছিলেন সেটিও ভুলে গিয়েছেন অথবা হ্যাকার সব পরিবর্তন করে দিয়েছে। তাহলে কিভাবে রিকভার করবেন পাসওয়ার্ড?
আজকে আমরা সে বিষয়টিই দেখব। তাহলে চলুন শুরু করা যাক।

পদ্ধতি ১:

:arrow: প্রথমে আপনাকে সিপ্যানেলে লগিন করতে হবে। তারপর পিএইচপি মাইএডমিন আইকনে ক্লিক করুন।
ছবি
:arrow: ফলে পিএইচপি মাইএডমিন ওপেন হবে।
ছবি
:arrow: বামপাশে আপনার ডাটাবেজ লিস্ট দেখাবে। আপনার ডাটাবেজের উপরে ক্লিক দিন। তারপর আপনার ডাটাবেজের টেবিলগুলো দেখাবে।
ছবি

:arrow: এখন আপনি wp_users টেবিলটি খুজে বের করুন। তারপর ব্রাউজ বাটনে ক্লিক দিন (লাল তীর দিয়ে নির্দেশিত)।

ছবি
:arrow: তারপর user_pass খুজুন। তারপর Function ড্রপডাউন থেকে md5 নির্বাচন করুন। তারপর http://md5generator.net যান।
:arrow: ইনপুট স্ট্রিং এ আপনার পাসওয়ার্ড লিখে জেনারেটে ক্লিক দিন। তারপর MD5 Hash কপি করুন।
ছবি

:arrow: তারপর আপনি Value বক্সে পেস্ট করুন।


ছবি
:arrow: তারপর Go বাটনে ক্লিক দিন।
:arrow: এখন আপনার লগিন পেজে যান। এবং ইউজার নেম এবং যে পাসওয়ার্ড দিয়েছেন তা দিয়ে লগিন করুন। মনে রাখবেন ইনপুট স্ট্রিং এ যা দিয়েছেন তাই আপনার পাসওয়ার্ড। লগিন করার পর প্রোফাইলে গিয়ে আবার পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।

পদ্ধতি ২:

এটি কাজ করবে আপনি যদি ইউজার নেম হিসেবে admin ব্যবহার করেন।
  • ১.) এফটিপি দিয়ে আপনার সার্ভার লগিন করুন। তারপর যে থিম ব্যবহার করেছেন সেই থিমের ফোল্ডারে যান । wp-content=>themes=> your theme
  • তারপর functions.php ফাইলটি ডাউনলোড করুন।
  • 2. নোটপ্যাডে ফাইলটি ওপেন করুন। তারপর <?php: এর পরে
  • ?
    1
    wp_set_password('yourpassword',1);
  • এই কোডটি বসিয়ে সেভ করুন। তারপর আবার আপলোড করুন।
  • ৩.) এখন লগিন করতে পারবেন। লগিন করার পর আবার functions.php ফাইল থেকে কোডটি মুছে দিন। এবং প্রোফাইলে গিয়ে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।
  • সবাইকে ধন্যবাদ

No comments:

Post a Comment