বিটডিফেন্ডার সব ভার্সন + ২০৪৫ সাল পর্যন্ত লাইসেন্স !!!
আশাকরি সৃষ্টিকর্তার অশেষ করুনায় আপনারা সবাই ভাল আছেন ।
আজ আমি বিটডিফেন্ডার এর ফুল ভার্সন শেয়ার করার জন্য পোস্ট লিখছি ।
আপনার যারা টেক দুনিয়া সম্পর্কে টুকটাক খোঁজ খবর রাখেন তারা হয়ত জানেন যে বিটডিফেন্ডার একটি টপফর্মে থাকা অ্যান্টিভাইরাস ।
বিগত ২ বছর যাবত AV-test এ হোম সিকিউরিটিতে ১ নম্বর এ আছে !!
কি বিশ্বাস হচ্ছে না !!!
তাহলে রিপোর্ট টা দেখুন >> এখানে ক্লিক করে ।
বিশ্বাস না হলেও কিছু করার নেই । যে যেটা ব্যাবহার করে তার কাছে ওটা বেস্ট ।
যা- ই হোক কথা বাড়িয়ে লাভ নেই ।
যার দরকার হবে সে ব্যাবহার করতে পারেন ।
আমি পরীক্ষা করে দেখেছি ১০০ কাজ করে ।
ক্র্যাক ব্যবহার পদ্ধতিও একদম সোজা ।
ক্র্যাক ফাইল এর ভিতর স্টেপ গুলো দেয়া আছে ।
ইন্সটল দেয়ার পর ট্রাইল মুড এ একটিভ করবেন । আপডেট করবেন । [ পরেও আপডেট করতে পারেন ]
তারপর পিসি সেফ মুড এ চালু করবেন ।
“run as admin ” এভাবে ক্র্যাক টা রান করবেন । এবং ২০৪৫ এ ক্লিক করবেন ।
কাজ শেষ এবার আরামসে উপভোগ করুন
আমার টেকনোলজি সম্পর্কিত একটা ফেসবুক পেজ আছে । আশাকরি ভালো লাগবে । হাতে সময় থাকলে একবার ঘুরে আসুন >> Information TechnologyBD
বিটডিফেন্ডার ট্রাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
আর ক্র্যাক ডাউনলোড করতে এখানে ।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন , এই কামনায় আজকের মত বিদায় ।
No comments:
Post a Comment