শীতকাল শুরু হয়ে গেল।ইউরোপের বিভিন্ন দেশে শীত অনেক আগে থেকেই শুরু
হয়ে গেসে।অনেক দেশে তুষারপাত হচ্ছে।তুষারপাতের দৃশ্য দেখতে খুবই
সুন্দর।আপনি চাইলে আপনার ব্লগস্পটে তুষারপাতের ইফেক্ট যোগ করতে পারেন।এজন্য
প্রথমে ব্লগার এ
লগিন করে ড্যাসবোর্ড থেকে Design অপশানে
যান।এরপর Add a Gadget এ ক্লিক করে যে তালিকা আসবে ওখান থেকে HTML/JavaScript এ ক্লিক করুন।এরপর যে উইন্ডো ওপেন হবে ওইখানে নিচের কোডটি কপি করে পেস্ট করুন।টাইটেল বারটি ফাকা রাখুন।
কোডগুলা কপি করতে সমস্যা হলে এখান থেকে কপি করুন।
যান।এরপর Add a Gadget এ ক্লিক করে যে তালিকা আসবে ওখান থেকে HTML/JavaScript এ ক্লিক করুন।এরপর যে উইন্ডো ওপেন হবে ওইখানে নিচের কোডটি কপি করে পেস্ট করুন।টাইটেল বারটি ফাকা রাখুন।
<script type="text/javascript" src="http://files.main.bloggerstop.net/uploads/3/0/2/5/3025338/snowstorm.js" /> <!-- now, we'll customize the snowStorm object --> <script type="text/javascript"> snowStorm.snowColor = '#99ccff'; // blue-ish snow!? snowStorm.flakesMaxActive = 96; // show more snow on screen at once snowStorm.useTwinkleEffect = true; // let the snow flicker in and out of view </script>এবার সেভ করুন।
কোডগুলা কপি করতে সমস্যা হলে এখান থেকে কপি করুন।
No comments:
Post a Comment