Menu

Wednesday, 16 May 2012

>>> আপনার ব্লগস্পট ব্লগেই দেখুন ক্রিকেটের লাইভ স্কোর

আসসালামালাইকুম।
আজ আমি আপনাদের শেয়ার করবো কিভাবে আপনি আপনার ব্লগে লাইভ ক্রিকেট স্কোর গেডজেড যোগ করবেন।
অনেকেই অনেক ভাবে এটি করে থাকে , তবে বেশির ভাগই কোন সাইটে গিয়ে রেজি: করে তারপর HTML কোডটি তার ব্লগে সেট করে।

তবে আমি আপনাদের রেডি করা  কোড দেব যা শুধু আপনার ব্লগের গেডজেডে সেইভ করলেই হবে।
আপনার ব্লগে লাইভ স্কোর গেডজেড যেভাবে যোগ করবেন :
  • প্রথমে আপনার ব্লগে লগ ইন করে নিন
  • তারপর Deshboard>> Design >> Add A Gadget এ ক্লিক করুন
  • তারপর নিচের কোড টুকু কপি করে পোস্ট করে সিভ করুন
1
2
3
4
5
<script>
 app="<a href="http://www.cricwaves.com/" target="_blank">http://www.cricwaves.com/</a>"; mo="f1"; nt="2"; wi ="w";
 co ="2"; ad="1";
 </script>
 <script type="text/javascript" src="<a href="http://www.cricwaves.com/widgets/script/scoreWidgets.js" target="_blank">http://www.cricwaves.com/<wbr>widgets/script/scoreWidgets.js</wbr></a><wbr>"></script>
  • এবার প্রিভিউ দিয়ে দেখুন ।
ভালো লাগলে কমেন্ট করবেন। আর কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

No comments:

Post a Comment