Menu

Wednesday, 16 May 2012

>>> আপনার ওয়বেসাইটের জন্য সুদৃশ Contact Form সাথে স্প্যাম ফিল্টার (No Programming Needed!!!

আপনার কি একটি ওয়েবসাইট আছে? হোক না জুমলা বা ব্লগস্পট দিয়ে তৈরি। আপনি কি চান না একটি সুন্দর Contact Form এড করতে।
অবশ্যই চান, নেটে এমন অনেক ওয়েবসাইট আছে যারা কন্টাক্ট ফর্ম তৈরি করতে দেয় কোন প্রোগ্রামিং ছাড়াই। কিন্তু তারা কি আপনার আশা সম্পূর্ণরূপে
পূরন করে? বেশিরভাগ সময়ই দেখা যায়, আপনি যা চান তা পান না। যেমন ধরুন আপনি চান প্রেরক তার ফোন নম্বরও ফর্মের সাথে দেবে। কিন্তু দেখলেন যে যেখান থেকে আপনি ফর্ম তৈরি করছেন, সেখানে সে সুবিধা নেই। এসব সমস্যার সমাধান দেয়ার জন্যই আমি এসেছি আপনাদের কাছে।
তাছাড়াও আপনি কি সেসব ফর্মে ইচ্ছামত কাস্টমাইজ করতে পারবেন - যেমন ধরুন কালার চেঞ্জ করা, ফন্ট কালার চেঞ্জ করা, লেখা ছোট বড় করা, কোনটি Required Field ইত্যাদি। পাশাপাশি পাচ্ছেন স্প্যাম ফিল্টার, যাতে কোন স্প্যাম কেউ পাঠাতে না পারে। আর সবকিছুই পাচ্ছেন ফ্রিতে।
এখন আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য মনের মত কন্টাক্ট ফর্ম তৈরি করতে পারেন। আপনাকে এজন্য একটি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আপনি কি রকম ফর্ম চান তা নির্ধারন করতে হবে। আপনি আপনার ফর্মের Preview দেখতে পারবেন।
উপরের ছবিটি দেখুন, এটি হল ওয়েবসাইটটির মেইন পেজ। ডানে দেখতে পারবেন আপনাকে ফিল্ড পছন্দ করতে বলা হয়েছে। অর্থাৎ আপনি যে ফর্ম বানাবেন, সেখানে কি কি বিষয় চাওয়া হবে তা উল্লেখ করা। আর Required Field যদি টিক দেন, তাহলে প্রেরক উক্ত ফিল্ড পূরন না করলে ফর্ম পাঠাতে পারবে না, অর্থাৎ ঐ ফিল্ড আবশ্যক।
Show Further Options এ ক্লিক করলে আরো বিভিন্ন ফিল্ড দেখতে পারবেন। এবার পরের অংশে যান, এখানে গিয়ে আপনি আপনার ফর্মের ব্যাকগ্রাউন্ড, ফন্ট কালার, সাইজ ইত্যাদি সেট করতে পারবেন। কালার লিখতে আপনাকে কোড ব্যবহার করতে হবে, কোড জানা না থাকলে পাশের লিংকে ক্লিক করলে বিভিন্ন কালার কোডের বিস্তারিত লিংক পাবেন।
(উপরে একটি নমুনা দেয়া হল)
এভাবে সব করা শেষ হলে তার নিচেই আপনি প্রিভিউ দেখতে পারবেন। আপনার পছন্দমত ফর্ম তি তৈরি করুন। সবশেষে Your Mail Address অংশে আপনার মেইল ঠিকানা দিয়ে দিন যেখানে আপনি অপরপক্ষ থেকে সাড়া পাবেন। এরপর তারা আপনাকে একটি কোড দেবে। কোড আপনার সাইটের নির্ধারিতে স্থানে পেস্ট করে দিলেই কাজ শেষ। এখন যে কেউ ফর্ম তি ইউজ করে আপয়ার সাথে যোগাযোগ করতে পারবে।
২য় নমুনা
ওয়েবসাইটটি ভিজিট করুন এখনই, নিচের ছবিতে ক্লিক করুন।
www.foxyform.com
কেমন লাগল জানাতে ভুলবেন না কিন্তু!

No comments:

Post a Comment