Menu

Friday 20 July 2012

>>> জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।

আজ লিখব মজার কিন্তু কাজের একটা জিনিস নিয়ে। শুরু করার আগে বলেন তো আপনি আপনার পিসি/ল্যাপটপ শাটডাউন করেন কিভাবে ? গতানুগতিক উপায়ে তাই না ? আপনি কি জানেন যে আপনার ফোন থেকেও খুব সহজেই আপনি আপনার পিসি/ল্যাপটপ শাটডাউন করতে পারবেন ? দেখা গেল আপনি খুব  তাড়াহুড়ার ভেতরে বাসা থেকে বের হয়ে গেলেন কিন্তু পিসি টাই বন্ধ করার কথা মনে ছিল না ! কি করবেন ? icon razz জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ । এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করে ফেলেন icon wink জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ । আমি এখন ধাপে ধাপে এটাই দেখাব কিভাবে সম্ভব এটা icon biggrin জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
প্রথমে একটা নোটপ্যাড ওপেন করুন এবং নিচের কোড টা হুবহু কপি করে এটাকে Shutdown নামে সেভ করুন। ডেস্কটপে সেভ করলে সব থেকে ভাল হয়।
shutdown.exe -s
notepadfunction জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
এবার আপনার দরকার একটা মেইল অ্যাসিস্ট্যান্ট। সব থেকে বেশী প্রচলিত সম্ভবত  Microsoft Outlook. কিন্তু আমি আসলে  Microsoft  বেশী একটা পছন্দ করি না , স্বাচ্ছন্দ্য ও বোধ করি না। তাই আমি দেখাব  Mozilla Thunderbird ব্যবহার করে কিভাবে করবেন এটা। তবে  Outlook  ও খুব বেশী একটা জটিল কিছু না । একই কার্যপদ্ধতি হবার কথা। তারপর ও যদি কোন সমস্যা হয় তাহলে বলবেন কমেন্ট এ আমি সমাধান করে দিব ।
Thunderbird ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  
Thunderbird portable ডাউনলোড করতে ক্লিক করুন এখানে 
ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ফেলুন ভাল ছেলের মত icon razz জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ । এবার এর সাথে আপনার ইমেইল আইডি কে সেটআপ করে ফেলুন। স্ক্রীন এ দেখানো নির্দেশনা গুলো অনুসরণ করলেই খুব সহজে করে ফেলতে পারবেন ইমেইল সেট আপ । এবার আসল কাজ। একটা ছোট্ট অ্যাড অন ডাউনলোড করতে হবে । এটা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  অথবা thunderbird  থেকেই অ্যাডঅন খুঁজুন  mailbox alert এবং ইন্সটল করুন । এবং  thunderbird কে রিস্টার্ট করুন ।
এবার ইনবক্স এর উপরে রাইট ক্লিক করে Add New Folder  এ ক্লিক করুন
1 5 জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
এবার যে বক্স ওপেন হবে ওখানে একটা নাম দিন। আমার টা তে আমি দিয়েছি  SMS । এখানে নিশ্চিত করুন Create as a Subfolder এ যেন Inbox  থাকে । এবার Create Folder এ ক্লিক করুন ।
2 5 জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
আবার উপরে  Tools এ ক্লিক করে Message Filters ক্লিক করুন।
3 4 জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
এবার নিচের মত একটা উইন্ডো ওপেন হবে ওখানে ডান দিকে New তে ক্লিক করুন এবং আরও একটা উইন্ডো ওপেন হবে ।
4 2 জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
এই উইন্ডো এর সবগুল অপশন নিচের ছবির মত করে ঠিক করে নিন এবং ওকে করুন
5 2 জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
এবার SMS সাব ফোল্ডার এর উপরে রাইট ক্লিক করে Mailbox Alert থেকে Edit Mailbox Alert Alerts এ ক্লিক করুন । নতুন একটা উইন্ডো ওপেন হবে
6 2 জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
এখান থেকে Add  এ ক্লিক করুন
7 1 জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
এবার নিচের ছবির মত করে প্রথমেই যে bat  ফাইল টা সেভ করেছিলেন ওটা সিলেক্ট করুন ব্রাউজ করে এবং বাকি অপশন গুলো ছবির মত করে ঠিক করে নিন এবং সব ওকে করুন নিচে দেখান সবগুল ছবির মত করে।
8 1 জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
9 1 জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
10 2 জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
এবার tools থেকে Account settings এ যান
11 2 জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
এবার  Account settings ট্যাব থেকে নিচের ছবির মত করে এডিট করে ওকে করুন ।
12 2 জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
এবার আপনার মোবাইল ফোন থেকে thunderbird এর যে ইমেইল আইডি সেট আপ করা আছে সেখানে totally rad লিখে  একটা এসএমএস পাঠান [ টেকনিক্যালি এটা এমএমএস হবে :/ ] ।
যখনই  thunderbird আপনার mms /sms পাবে সাথে সাথে সে পিসির পাততাড়ি গুটিয়ে শাটডাউন করে দিবে ।
shutdown button md জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।
আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের ভাল লেগে থাকবে টিউনটি এবং অবশ্যই কাজে লেগে থাকবে। ভাল থাকবেন সুস্থ থাকবেন।

No comments:

Post a Comment