Menu

Showing posts with label PC Tips. Show all posts
Showing posts with label PC Tips. Show all posts

Monday 18 March 2013

বিটডিফেন্ডার সব ভার্সন + ২০৪৫ সাল পর্যন্ত লাইসেন্স

বিটডিফেন্ডার সব ভার্সন + ২০৪৫ সাল পর্যন্ত লাইসেন্স !!!

সবাইকে সালাম জানিয়ে নতুন একটা পোস্ট লেখা শুরু করলাম
আশাকরি সৃষ্টিকর্তার অশেষ করুনায় আপনারা সবাই ভাল আছেন ।
আজ আমি বিটডিফেন্ডার এর ফুল ভার্সন শেয়ার করার জন্য পোস্ট লিখছি ।
আপনার যারা টেক দুনিয়া সম্পর্কে টুকটাক খোঁজ খবর রাখেন তারা হয়ত জানেন যে বিটডিফেন্ডার একটি টপফর্মে থাকা অ্যান্টিভাইরাস ।
বিগত ২ বছর যাবত AV-test এ হোম সিকিউরিটিতে ১ নম্বর এ আছে !!
কি বিশ্বাস হচ্ছে না !!!
তাহলে রিপোর্ট টা দেখুন >> এখানে ক্লিক করে ।
বিশ্বাস না হলেও কিছু করার নেই । যে যেটা ব্যাবহার করে তার কাছে ওটা বেস্ট । :)

Tuesday 31 July 2012

What is Downloading, Uploading Installing and Un-Installing

Downloading, Uploading, Installing and Un installing are most favorite words in the usage of computer and Internet. Let’s see about this.

Windows 7

Windows 7 is just a year old. Many users have shared the experiences in Windows 7.  Usually when a new Windows OS is released, many patches, drivers and other updates will follow in the following months after the release. So by right the review should be done only after a few months of the release. However here is a list of the good and not so good points in Windows 7 found in the first month of its use.

Windows 7 Shortcut Keys


Here are some useful shortcut keys for Windows 7 users.
Windows key + Up Arrow = Active window will be maximized

Computer Crash reasons

You may have heard of the ‘Blue Screen of Death’ but haven’t experienced it yourself. It is better to know the reasons behind this crash so that when it happens you are in a position to fix it. If you see on the screen “Fatal error: the system has become unstable or is busy”, “enter to return to Windows or press Control+Alt+Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open

A tutorial on msconfig – System Configuration

image
msconfig is the Microsoft System Configuration Utility. In Windows Vista and Windows 7 it is called as ‘System Configuration’. This is a tool that comes with the Windows Operating System. For Windows 2000 users this tool can be downloaded from microsoft website. This is used to configure and maintain your Windows System. In this tutorial we can see how to use this tool.

Adjusting Windows Task bar size: In Windows 7

image
In Windows 7, the usual size of the Windows Taskbar is a bit larger than usual. This takes some extra space at the bottom of the computer screen. This makes selecting the applications easier as the buttons are bigger. However for those who are using smaller screens this may be a bit annoying as it takes more space on the screen. If you want you can make the size of the taskbar smaller by following the steps below.

TouchFreeze – Activate, Freeze touch pad automatically in your laptop

image
For those who have been working on a desktop computer for a long time and switched to laptops, the major problem is getting adjusted with the smaller keyboard. Another problem is when typing on the laptop keyboard, the thumb sometimes touches the keypad and the cursor moves to another space.

Error: Scan type is not set to [remote scanner] on the device

While trying to scan an image on your Canon Printer from your MF Toolbox, you may get this error and the scanning fails.
This means that you are trying to scan using your Wi-Fi connection from a remote laptop of PC which is not directly connected to the printer.

Friday 20 July 2012

>>> জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।

আজ লিখব মজার কিন্তু কাজের একটা জিনিস নিয়ে। শুরু করার আগে বলেন তো আপনি আপনার পিসি/ল্যাপটপ শাটডাউন করেন কিভাবে ? গতানুগতিক উপায়ে তাই না ? আপনি কি জানেন যে আপনার ফোন থেকেও খুব সহজেই আপনি আপনার পিসি/ল্যাপটপ শাটডাউন করতে পারবেন ? দেখা গেল আপনি খুব  তাড়াহুড়ার ভেতরে বাসা থেকে বের হয়ে গেলেন কিন্তু পিসি টাই বন্ধ করার কথা মনে ছিল না ! কি করবেন ? icon razz জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ । এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করে ফেলেন icon wink জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ । আমি এখন ধাপে ধাপে এটাই দেখাব কিভাবে সম্ভব এটা icon biggrin জেনে নিন কিভাবে এসএমএস/এমএমএস এর মাধ্যমে শাটডাউন করবেন আপনার পিসি/ল্যাপটপ ।

Saturday 19 May 2012

>>> কম্পিউটার ভাল রাখার কিছু টিপস/রুটিন

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।
কম্পিউটারের গতি বাড়ানো যায় কিছু বিষয়ে খেয়াল রাখলে।
তেমন কিছু বিষয় নিচে দেওয়া হলোঃ

১. কম্পিউটারে কখনো Theme ইনস্টল করা উচিত নয়।থিম কম্পিউটারকে অনেক ধীর করে দেয়।

>>> কম্পিউটার ভাল রাখার কিছু টিপস/রুটিন

কম্পিউটার ভাল রাখার কিছু টিপস/রুটিন
SAFELY USE YOUR COMPUTER

ছোট বেলায় আমরা পড়ার টেবিলের সামনে রুটিং রেখে দিতাম। রুটিং অনুযায়ী সময় ভাগ করে বিভিন্ন বিষয় পড়াশোনা করতাম। কম্পিউটারেও কিছু

Tuesday 8 May 2012

>>> ল্যাপটপ-কম্পিউটার চালু করুন ফেস দেখিয়ে

বিদেশী মুভিতে দেখা যায় মুখ দেখিয়ে দরজা কিংবা ল্যাপটপ চালু করার দৃশ্য। দেখে মাঝে মাঝে মনে হয় ইস আমি যদি আমার ল্যাপটপে এই পদ্ধতি ব্যবহার করতে পারতাম। অনলাইনে যে সকল সফটত্তয়্যারগুলো পাত্তয়া যায় অধিকাংশই কয়েকবার ব্যবহার করার পর পরই মেয়াদ শেষ হয়ে যায়। এখন একটি সফটত্তয়্যার রয়েছে যার মেয়াদ ৩০ দিন হলেত্ত বিশেষ ব্যবস্থায় তার বেশি দিন ব্যবহার করতে পারবেন। এসফটত্তয়্যারটি ব্যবহার করার জন্য অবশ্যই ত্তয়েব ক্যাম থাকতে হবে। ল্যাপটপ

Thursday 3 May 2012

>>> ১০০% নিশ্চিত থাকুন আপনার জিমেইল কেউ হ্যাক করতে পারবে না

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
অনেক সময় অসতর্কতার কারনে ইমেইলের পাসওয়ার্ড চুরি (হ্যাক) হয়ে যায়।জিমেইল ব্যবহারকারীরা মোবাইল ভেরিফিকেশন চালু  ইচ্ছে করে ইমেইলের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে পারেন ।এটি চালু করলে প্রতিবার আপনার ইমেইল লগইন করার সময় আপনার মোবাইলে একটি কোড পাঠানো হবে।উক্ত কোড ছাড়া ইমেইল চালু করা যাবে না,যার ফলে হ্যাকারদের পক্ষে আপনার ইমেইল আয়ত্তে নেয়া সম্ভব হবে না।মোবাইল ভেরিফিকেশন চালু করার জন্য  প্রথমে আপনার জিমেইল আইডি লগইন করুন।এরপর সবার উপরে ডানে settings অপশনে যান ,সেখান থেকে account  ট্যাবের অর্ন্তগত google account settings অপশনে ক্লীক করুন।এখন security ট্যাব থেকে using 2-step verification অপশনে ক্লীক করুন ।এরপরের পেজে  start setup বাটনে ক্লীক করুন।এখন আপনার মোবাইল bv¤^vi ভেরিফাই করার জন্য একটি পেজ আসবে,উক্ত পেজের ড্রপ ডাওন মেনু থেকে Text message (sms) or voice call নির্বাচন করুন।এরপর Add a mobile or landphone number where google can send code  ড্রপ ডাওন মেনুতে Bangladesh নির্বাচিত করুন এবং ডান পাশের খালি বক্সে আপনার মোবাইল bv¤^vi লিখুন।এখন send code বাটনে ক্লীক করুন।এরপর জিমেইল থেকে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি কোড আসবে ।উক্ত কোডটি   code লেখা  বক্সে লিখে verify  বাটনে ক্লীক করুন এবং  next চাপুন।পরবর্তী পেজেও  next  চাপুন।এরপর Add a backup পেজ আসবে ,এই পেজে আপনাকে ১০টি ব্যাকআপ কোড দেয়া হবে।যদি কোন কারনে আপনার মোবাইল হারিয়ে যায় বা মোবাইলে ম্যাসেজ না আসে তাহলে ব্যাকআপ কোড দিয়ে ইমেইল লগইন করতে পারবেন।তাই ব্যাকআপ কোডগুলো সাবধানে গোপন স্থানে সংরক্ষন করে রাখুন।ব্যাকআপ কোড সংরক্ষনের পর Yes,I have a copy of my backup verification codes অপশনে টিক wP‎‎ý দিয়ে next  দিন।এরপরের পেজে আপনার আরেকটি বিকল্প মোবাইল bv¤^vi দিয়ে next চাপুন।তারপর Turn on 2-step verification অপশনে ক্লীক করলেই মোবাইল ভেরিফিকেশন চালু হয়ে যাবে।এখন থেকে প্রতিবার জিমেইল লগইন করার সময় আপনার মোবাইলে একটি কোড পাঠানো হবে,একমাত্র ঐ কোড ব্যবহার করেই জিমেইল লগইন করা যাবে।

Sunday 15 April 2012

>>> ওয়েবসাইটে ফেড যুক্ত করা



বর্তমানে আরএসএস ফেড বা এটম ফেড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পছন্দের ওয়েব সাইটগুলো না ঘুটে কাঙ্খিত সাইটে যোগ হওয়া সর্বশেষ তথ্য ফেডের সাহায্যে সহজে পাওয়া যায়। ব্লগগুলোতে ফেড ঠিকানা যুক্ত করার ব্যবস্থা আছে কিন্তু আপনি যদি আপনার ওয়েব সাইটে ফেড যুক্ত করতে চান তাহলে কি করবেন? গুগলে একাউন্ট

>>> ব্লগারের ব্লগার বার মুছে ফেলা

                                                                                                                                 যারা গুগলের ব্লগারে ব্লগ লেখেন তাদের ব্লগের উপরে ব্লগারের একটি বার দেখা যা বেশীরভাগ ব্লগারের কাছে এমনকি দর্শনর্থীদের

>>> কোন software ছাড়াই folder lock করুন।

প্রথমে notepad open করে নিচের code গুলি টাইপ করুন এবার "type your password here" এর স্থানে আপনার password টি কোন বিশেষ চিন্হ এবং space ছাড়া লিখুন অর্থাৎ password দেওয়ার পর লাইনটি if NOT %pass%== 123goto FAIL এমন দেখাবে। এখন file টি locker.bat নামে save করুন। এবার locker.bat file টির উপর double click করুন দেখুন locker নামে একটি folder তৈরি

Saturday 14 April 2012

>>> USB drive যদি write protected দেখায় তাহলে সমাধানের উপায়।

মাঝে মাঝে আপনার USB drive (pen drives, memory cards, iPod and other USB mass storage devices) টি write protected দেখায় এবং আপনি কোন delete/Copy করতে পারেন না।

যে সব Message সাধারনত দেখায় তা হল:

>>> আপনার সাইটে চ্যাট অপশন যুক্ত করুন

সাধারণত প্রতিটা সাইট এর বেশির ভাগই বানানো হয়ে থাকে Blogspot বা WordPress দ্বারা। আপনাদের জন্য আজকে Blogspot সাইটে কিভাবে চ্যাট অপশন যুক্ত করবেন তা দেখিয়ে দিলাম।

>>> স্বয়ংক্রিয়ভাবে মুছুন PC এর অপ্রয়োজনীয় ফাইল।

আমরা সাধারণত উইন্ডোজের start/run-এ গিয়ে %temp%, temp, prefetch, recent ইত্যাদি অপ্রয়োজনীয় ফাইল মুছে থাকি। তবে উইন্ডোজ ব্যবহারকারীরা ইচ্ছা করলে এক ক্লিকে স্বয়ংক্রিয়ভাবে এই অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছতে পারেন। এ জন্য ডেস্কটপে new একটা নোটপ্যাড খুলুন। নিচের কোডটি