Menu

Showing posts with label Freelancing. Show all posts
Showing posts with label Freelancing. Show all posts

Tuesday 31 July 2012

ওডেস্ক আইডি ভেরিফিকেশন জটিলতা এবং এর বাস্তব ভিত্তিক সমাধান

প্রারম্ভিকাঃ
ওডেস্ক এ আইডি ভেরিফাই নিয়ে অনেকেই অনেক দ্বিধার মধ্যে থাকেন। আশা করি এবার থেকে এই সমস্যার সমাধানে এর ওর কাছে সমাধান চেয়ে ছোটাছুটি করে বিভ্রান্ত হওয়ার থেকে কিছুটা হলেও পরিত্রান পাব আমরা সবাই। :)

oDesk বা অন্য Market Place এ কাজ পাবার কিছু Tips

Cover Letter Communication Tips
  • অনেকেই লিখেঃ "ভাই আমারে নেন, আমি SEO, HTML, CSS, PHP সব জানি। আমারে নিলে আমি আপনার কাজটা করে দিতে পারবো।" এটা কোনোভাবেই client মানবে না ।

কভার লেটার কিভাবে লিখবেন?

প্রথমে কাজটা বোঝেন, তারপর অল্প কথায় বলেন যে:

"এই কাজ কোনো ব্যাপার না, আমি আগেও করেছি, এই দেখেন [লিংক] বা স্যাম্পল (এটাচ করা ফাইলে)"

শুধু এই লাইনটাই, ইংরেজিতে সবচেয়ে ভাল কভার লেটার।

Odesk যারা নতুন - তাদের জন্য


অনেকের দেখছি একাউন্ট সাসপেন্ড হচ্ছে। কারন হলো ওডেস্ক ঠিক মতো না জেনে শুনে পা বাড়ানো - কাজ পাওয়ার চেষ্টা করা। ওডেস্ক এ বেশ কিছু policy আছে যা না মানলে, ভংগ করলে সাসপেন্ড হতে হয়। আর তখন নিজের নামে ভবিষ্যতে কক্ষনো আইডি করা যাবে না - ভেরিফাইড ও করা যাবে না। তাই কাজের লোভে short cut রাস্তায়, তাড়াহুড়া করলে পরে যে ক্ষতি হবে, তা অপূরণীয়।

ফ্রীল্যান্সিং– যেভাবে শুরু করবেন

বর্তমানে ফ্রীল্যান্সিং একটি জনপ্রিয় কর্মক্ষেত্র। খুব সহজে এবং বিনা পুজিতে আপনি ফ্রীল্যান্সিং শুরু করতে পারেন। আমামদের দেশে অনেক প্রতিভা আছে, আছে অনেক সম্ভাবনা শুধু দরকার তাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা। শুধু মাত্র সঠিক তথ্য এবং দিকনির্দেশনার অভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। আমার এই লেখাতে আমি চেষ্টা করব, কিভাবে আপনি ফ্রীল্যান্সিং শুরু করবেন।

ফ্রীল্যান্সিং কি? সহজ কথায় ফ্রীল্যান্সিং হল অন্য কার কাজ করে দেয়া। আমামদের দেশে ফ্রীল্যান্সিং বলতে আমরা বুঝি অন্য দেশের কাজ একটা মার্কেটপ্লেস থেকে যোগাযোগ করে, কাজ নেয়া এবং সেটা করা।

ফ্রীল্যান্সিং এর ক্ষেত্র - odesk. Elance, freelancer, আরও অনেক সাইট রয়েছে যেখানে আপনি বিনা মুল্লে নিবন্ধিত হতে পারেন এবং কাজ শুরু করতে পারেন।

ফ্রীল্যান্সিং এর সুবিধা- ফ্রীল্যান্সিং এর  অনেক সুবিধা আছে, যেমন আপনি নিজে নিজের কাজ ঠিক করতে পারছেন, নিজের পছন্দ মত কাজ বেছে নেয়ার সুযোগ, মার্কেট সম্পর্কে ধারনা পাবেন, আন্তর্জাতিক মানের কোম্পানির সাথে কাজ করার সুযোগ, নিজের পরিচয় এবং কাজকে অন্যকে জানাতে পারছেন, অবশ্যই আপনি উপার্জন করছেন, আপনার দক্ষতা যাচাই করার সুযোগ পাচ্ছেন, সর্বোপরি এই বিশ্বায়নের যুগে নিজেকে প্রস্তুত করতে পারছেন।

ওডেস্কে অনগোয়িং জব কিভাবে পাবেন?

আমার পরিচিত অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যারা খুবই ভাল কাজ জানেন কিন্তু হয় কাজ পাচ্ছেন না, নয়তো কয়েকটা কাজ করে আবার বেকার হয়ে গেছেন! এরকম সমস্যায় যারা ভুগছেন তাদেরকে বলছি-

ওডেস্ক টিম এপ্লিকেশনে যেভাবে ওয়েবক্যাম স্ন্যাপসট বন্ধ করতে হয়

(From the left menu) Time tracking > Snapshots > Uncheck - send camera snapshot

অডেস্ক এ যারা একদম নতুন শুরু করবেন

নতুন অডেস্কারদের জন্য এইটা দিলাম স্পেশাল পোস্ট। যারা এপ্লাই করতে করতে হতাশ তাদের কাজে আসবে আশা করি, , , , একটু দেখেন,

ধরে নিলাম আপনি ভাল SEO এর কাজ পারেন। ওকে গুড। এখন অডেস্ক এ সাইন আপ করেই কি আপ্নে ফুল কনফিডেন্ট এ এপ্লাই করা শুরু করে দিবেন প্রথম দিনই??
অডেস্ক মানেই আপনি পুরো একটা নতুন জগতে প্রবেশ করেছেন। তাই ঘড়ি ধরে ঠিক এক সাপ্তাহ মানে ৭ দিন আপনি কোন এপ্লাই করবেন না। ৭ দিন আপনি পুরো অডেস্ক এর খুটি নাটি দেখবেন, নিয়ম কানুন পরবেন। লাগ্লে নেট থেকে বাংলা কিছু পরবেন অডেস্ক নিয়ে। সেই সাথে দেখবেন আপনার অভিজ্ঞতাটা আস্তে আস্তে বারবে অডেস্ক এ। আর আগে যদি কোন বড় ভাই থেকে টিপস নিয়ে থাকেন, তাহলেও এপ্লাই করতে পারবেন না। প্রব্লেম এ পরে জাবেন সিউর। তাই নিজেই কিছু জানার চেষ্টা করুন।

কি করতে পারেন এই ৭ দিন, অন্তত ৫০ জন মানুষের প্রোফাইল ঘাটবেন। তাদের রিজিউম গুলি পড়বেন। মানে আপনি যে কাজ করবেন সেইরকম মানুষের প্রোফাইল , , , , তারা কি কি টেস্ট দিয়েছেন তা দেখবেন। মোট কথা মনে করবেন এটাই আপনার প্রোফাইল, কি করে এটা এতো সুন্দর হলো এবং আরো কি করা জায় তা ভাব্বেন।

এবার আপনি অডেস্ক এর প্রতিটা মেনুতে ক্লিক করে দেখবেন অন্দর মহলে কি আছে। ভাই, এমন কিছু লোক দেখছি যারা প্রায় ৬ মাস অডেস্ক এ থাকার পর আমাকে বলে যে, ভাই পেমেন্ট মেথড এ সাইন করবো কিভাবে। মানে কিছু টাকা পাইছে হয়তো, তাই উঠাবে আরকি। বলেন দেখি কেমন অবস্থা।

আর জরুরি কাজ হল, বায়ারদের জব পোস্টিং এর দিকে খেয়াল করুন ভাল ভাবে। সে কি বলতে চায় তা বোঝার চেষ্টা করুন। তার পর মনে মনে সেই জব অনুজাই কভার লেটার বানান। সো, কখনো কপি পেস্ট কভার লেটার দিবেন না। এমনকি আপনার লেখা কভার লেটারো কখনো কপি পেস্ট করবেন না। তাতে কাজে দেবে না। সব সময় ইন্সট্যান্টলি কভার লেটার লেখবেন। তাতে সেটা জত বড়ই হোক না কেনো।

সবার শেষে, ৭ দিন পর এপ্লাই শুরু করুন। এখন আপনি অনেক ভাল কিছু জানেন জেটা হয়তো ৭ দিন আগে এপ্লাই করা শুরু করলে এক মাসেও জানতেন না। দেখবেন আস্তে আস্তে আপনি প্রায় প্রতিদিনই দুই একটা করি ইন্টারভিউ পাবেন। সো গো অন, , , ,

কিভাবে ওডেস্ক টিম অ্যাপ্লিকেশান ব্যাবহার করবেন আওারলি জব এর ক্ষেত্রে ?

১. আপনার oDesk Team সফটওয়্যারটি চালু করুন
২. আপনার ওডেস্কের ইউজারনেম-পাসওয়ার্ড দিয়ে লগইন করুন

ওডেস্ক থেকে টাকা উত্তোলন করবেন কিভাবে

ওডেস্ক থেকে টাকা উত্তোলন করার প্রক্রিয়াটি খুবই সহজ। মাত্র কয়েক ক্লিকেই টাকা উঠানো যায়।
আমরা আশা করছি উইথড্রয়াল মেথডটা https://www.odesk.com/withdrawal-methods/ আগেই এখান থেকে সেট এবং একটিভ করে নিয়েছেন।

oDesk সম্পর্কে সামান্য পরিচিতি

oDesk কি?
oDesk এখন বিশ্বের সবথেকে বড় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। একটি পরিসংখানে দেখা যায় ওডেস্কে অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর মধ্যে ৫৫ শতাংশ ধরে ফেলেছে।

অডেস্ক একাউন্ট সাসপেন্ড হউয়ার কিছু কারন

অডেস্ক একাউন্ট সাসপেনশনের ব্যাপারে কিছু কথা কইবার চাই, , , , কি কি কারনে একাউন্ট সাসপেন্ড খাইতে পারেন তার একটা সম্ভাব্য গবেষণা করলাম মনে মনে। যেমন,
১, সবার আগে নিজের কভার লেটার ঠিক করেন। স্প্যাম কভাব লেটার হলেই ধরা খাবেন কিছুদিন পরে। কি কি কারনে স্প্যাম হয়, অন্যের কভার লেটারে নাম চেঞ্জ করে চালাতে চাইলে, তখন বায়ার দেখবে সবগুলান একই কথা লেখছে। তখন সবগুলানরে ধইরা ফ্ল্যাগ করবে। আবার নিজের ইউনিক কভার

oDesk Team Application

আজকাল অনেকেই দেখছি ওডেস্ক টিম এপ্লিকেশন ডাউনলোড করতে পারছে না, তাই লিংকটা শেয়ার দিলাম এইখান থেকে নামাই নেন আনঅফিশিয়াল পোর্টেবল সংস্করন।

ওডেস্কে ভুল করেও যা করবেন না

অনেক ভাল কাজ জানার পরও দেখা যায় হুটহাট করে অনেকের একাউন্ট সাসপেন্ড হয়ে থাকে। এ সংক্রান্ত অনেক জিজ্ঞাসা এ গ্রুপে এমনকি আমার ব্যক্তিগত মেসেজেও আসে। ব্যস্ততার কারণে অধিকাংশ মেসেজেরই উত্তর দিতে দেরী হয় অনেক মেসেজের জবাব দেয়াও হয় না। আমার জানামতে ওডেস্ক কয়েকটি বিষয় খুব গুরুত্বের সাথে দেখে সেগুলো হচ্ছে-