Menu

Tuesday 31 July 2012

কভার লেটার কিভাবে লিখবেন?

প্রথমে কাজটা বোঝেন, তারপর অল্প কথায় বলেন যে:

"এই কাজ কোনো ব্যাপার না, আমি আগেও করেছি, এই দেখেন [লিংক] বা স্যাম্পল (এটাচ করা ফাইলে)"

শুধু এই লাইনটাই, ইংরেজিতে সবচেয়ে ভাল কভার লেটার।


ভাল কভার লেটার মানে সুন্দর করে লেখা লম্বা লেটার না। আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করে ভালা কভার লেটারের কোন সাইট আছে কিনা। হাসবো না কাঁদবো, বুঝি না।

ক্লায়েস্টরা জানতে চায়, আপনি সেই কাজটা পারবেন কিনা। সেটা যদি ২ লাইনে বা শুধুমাত্র লিংক দিয়ে বুঝিয়ে দেয়া যায়, তাহলে বেশী সুন্দর কভার লেটার লাগে না। আরে ভাই, ওদের সময়েরতো মূল্য আছে। বড় বা লম্বা কভার লেটারের কোন মানে নেই যদি ক্লায়েন্ট না পড়ে।

ক্লায়েন্টের আসনে নিজেকে বসান, বা নিজেই ক্লায়েন্ট হয়ে যান আপনার কিছু প্রোজেক্টের সাহায্যের জন্য। দেখেন কাদের কভার লেটার পছন্দ হয়েছে, কাদের হয় নাই। ওখান থেকেই বুঝতে পারবেন আসলে কী করা উচিত।

লম্বা কভার লেটার দিলে ক্লায়েন্ট পড়তে চায় না। জিজ্ঞেস করেন, আপনি পড়বেন? আপনি যা চাইছেন, তা না দিয়ে যদি কেউ ইতিহাস বর্ণনা শুরু করে, তাহলে আপনি তাকে পছন্দ করবেন না। উল্টো ভাববেন যে, আপনি যে কাজের জন্য পোস্ট দিয়েছেন তার কিছুই সে পড়ে নি।

সাধারণতঃ ৫ সেকেন্ডের ভিতরে আপনাকে আকর্ষণ করতে হবে, তারপর অন্য কিছু পড়তে আগ্রহ পাবে। তাই প্রথম ২ লাইনেই আকর্ষণ করার চেষ্টা করুন।

1 comment: